বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস।।

January 9, 2018 10:57 pm0 commentsViews: 11

বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

তীব্র শৈত্যপ্রবাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত ৮ জানুয়ারি, সোমবার, সকালে পঞ্চগড়ের তেতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ইতিহাসে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তেতুলিয়ার সহকারি আবহাওয়াবিদ মো. রাইদুল ইসলাম গণ মাধ্যমকে বলেন, আজ সকাল ৮টা ৩৮ মিনিটে পারদ ২ দশমিক ৬ ডিগ্রিতে নেমে যায়।

আবহাওয়ার পূর্বাভাসে জানান হয়েছে, আজ রাতে ঢাকার তাপমাত্রা ৭ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। আর দিনের বেলা তাপমাত্রা সর্বোচ্চ ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে।

উত্তরাঞ্চলের অপর জেলা নীলফামারীতে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর সৈয়দপুরে সেদিন সকালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

থার্মোমিটারের পারদ হিমাঙ্কের কাছে নেমে আসায় উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

গত ৭ জানুয়ারি ২০১৮, রবিবার, দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর পরই রাজশাহীতে ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সূত্রঃ ডেইলি স্টার অনলাইন

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 1366 White Plains Road, Apt. 1J, The Bronx, New York-10462

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com